সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না সেই ছায়া ছাড়া।
তাদের মধ্যে একজন হল —
"সে যুবক, যাকে কোনো সুন্দরী ও মর্যাদাবান নারী (অর্থাৎ যিনার উপযুক্ত সুযোগ থাকা নারী) যিনার জন্য আহ্বান করে, কিন্তু সে বলে — ‘আমি আল্লাহকে ভয় করি।’"
— সহীহ বুখারী (হাদীস: ৬৬০)
— সহীহ মুসলিম (হাদীস: ১০৩১)