আমার পিরিয়ড ডেট ছিলো ২০ তারিখ, আমরা মিলিত হই ১৫ তারিখ, কনডম ব্যবহার করা হয়েছিলো।
কিন্তু সহবাসের সময় সেটা ছিড়ে যায়, আমরা শিওর ছিলাম না বীর্য বের হয়েছে কি না, তাই নিরাপত্তার জন্য ১৬ তারিখ একটা পিউলি পিল খেয়েছি।
কিন্তু আজ কয়েক দিন হয়ে গেলো এখনো পিরিয়ড হচ্ছে না কেন???