ওর রেগুলার প্রিয়ড হত। লাস্ট মাসে সেপ্টেম্বর১৯/২০ তারিখে প্রিয়ড হয় ৷ আমরা মিলিত হই ২৫ তারিখে, ২৭ তারিখে নোরিক্স পিল খায়৷ ২৮ তারিখে আবার মিলিত হই, এবার ওষুধ খায় নি। এই অক্টোবর মাসের ২৭ তারিখে একটা টেস্ট করি প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ দিয়ে সেখানে ১ দাগ আসে মানে নেগেটিভ রেজাল্ট আসে। তারপর থেকে অপেক্ষা করতেছে কিন্তু এখনও প্রিয়ড শুরু হয়নি।
এখন কি করতে পারি?