তায়াম্মুমের ফরজ ৩টি। যথাঃ-
১/ নিয়ত করা।
২/ উভয় হাত জমিনের উপরে মেরে একবার সমস্ত মুখমন্ডল মাসাহ করা।
৩/ পুনরায় জমিনে হাত মেরে উভয় হাত কনুই পর্যন্ত মাসাহ করা।
বিঃ দ্রঃ- মুখমন্ডল বা হস্তদ্বয়ের নখ পরিমাণ অংশ যদি মাসাহ করা না হয়, তাহলে তায়াম্মুম হবে না। তাই হাতের আংটি ও চুড়ি নাড়াচাড়া করে নিতে হবে ও আঙুল খিলাল করতে হবে।