নামাজের ভিতরে ৬ টি বিষয় ফরজ। যথাঃ-
১/ তাকবীরে তাহরীমা বলা,
২/ কিয়াম করা বা দাঁড়ানো,
৩/ কিরআত অর্থাৎ কুরআন মাজীদ থেকে পাঠ করা,
৪/ রুকু করা করা,
৫/ উভয় সিজদা করা,
৬/কা'দায়ে আখীরা (শেষ বৈঠক) করা। অর্থাৎ নামাজের শেষ পর্যায়ে আত্তাহিয়্যাতু পড়ার পরিমাণ সময় বসা। কিন্তু তাকবীরে তাহরীমা কোনো রোকন নয়- শর্ত।