♦️ মীম সাকিনের বিবরণঃ-
মীম সাকিন জযমওয়ালা মীম (مْ) কে বলে। মীম সাকীন তিন প্রকারে পড়া যায়। যেমনঃ-
(১) ইখফায়ে শাফয়ী। (২) ইদগামে মিসলাইন। (৩) ইজহার ও ইজহারে খাছ।
★ মীম সাকিনের বামে "বা" (ب) আসলে ইফখা করে পড়িতে হয়। একে ইখফায়ে শাফয়ী বলে। যথাঃ قُمْ بِإِذْنِ اللَّهِ
★ মীম সাকিনের বামে মীম আসলে ইদগাম করে গুন্না'র সাথে পড়তে হয়। এটাকে ইদগামে মিছলাইন বলে । যথা : عَلَيْهِمْ مَّطَرًا
★ এট ব্যতীত বাকী হরফ আসলে ইযহার করে পড়তে হয়। যথাঃ- الْحَمْدُ - أَنْعَمْتَ
♦ বিশেষ করে "و" এবং "ف" আসলে স্পষ্ট করে পড়তে হয়। এটাকে ইযহারে খাস বলে। যথাঃ- عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ - لَهُمْ فِيْهَا