DNS ক্যাশ পয়জনিং হলো আক্রমণ যেখানে হ্যাকার মিথ্যা DNS রেসপন্স পাঠিয়ে রিসলভার-ক্যাশে ভুয়া IP জমা করে ব্যবহারকারীকে ম্যালিশিয়াস সাইটে রিডাইরেক্ট করে। প্রতিরোধে DNSSEC ব্যবহার, ট্রানজেকশন-ID ও সোর্স-পোর্ট র্যান্ডমাইজেশন, রিকার্সিভ সার্ভার সীমাবদ্ধ করা, DoT/DoH ব্যবহার এবং রিসলভার নিয়মিত প্যাচ ও মনিটরিং করতে হবে।