DNS amplification হলো এক ধরণের রিফ্লেকশন-DDoS যেখানে হামলাকারী ওপেন DNS রিসলভারদের ব্যবহার করে ছোট রিকোয়েস্টকে বড় রেসপন্সে রূপান্তর করে ভিকটিমকে ট্র্যাফিক-বন্যায় ঢুকিয়ে দেয় — প্রতিরোধে স্পুফিং ব্লক করা, রিসলভার-হোল্ডিং কনফিগার, RRL ও মিটিগেশন সেবা নেয়া জরুরি।