ভূমিরূপ পরিবর্তিত হওয়ার প্রধান কারণ হলো প্রাকৃতিক ও মানবসৃষ্ট কার্যকলাপ। নদীর ভাঙন, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত, বাতাসের ক্ষয়, পাহাড় ধসে পড়া এসব প্রাকৃতিক কারণে ভূমিরূপ বদলায়। পাশাপাশি বন উজাড়, খনি খনন, রাস্তা ও ভবন নির্মাণের মতো মানবসৃষ্ট কার্যক্রমও ভূমি পরিবর্তনে ভূমিকা রাখে। এসব কারণে এক জায়গা উঁচু হয়, আবার কোথাও সমতল ভূমি সৃষ্টি হয়।