এপ্রিল মাসের ২৮ তারিখ মাসিক হয় মে মাসের ২২ তারিখ সহবাস করি এবং বীর্য বাইরে ফেলি, স্ত্রী মে মাসের ১০ তারিখ থেকেই জরায়ুর সমস্যার জন্য utal 5mg খাচ্ছে যা আগষ্টের ২৩ তারিখ পর্যন্ত চলে, তার পর আর মাসিক হয়নি, সহবাসের পরে ৩ বার প্রেগনেন্সি কিট দিয়ে টেষ্ট করি রেজাল্ট নেগেটিভ আসে, এ মাসে ও দুই বার কিট দিয়ে টেষ্ট করি রেজাল্ট নেগেটিভ আসে, পরে গাইনী ডাক্তার দেখাই ডাক্তার Beta HCG টেষ্ট দেয় সেখানেও রেজাল্ট নেগেটিভ আসে, ডাক্তার নরমেন্স ট্যাবলেট দেয় ৮ দিনের জন্য,,৮ দিন খাওয়ার পর ৩ দিনের মাথায় কিছু ব্লাড যায় একদিনের জন্য তার পর বন্ধ হয়ে যায়। এই অবস্থায় করনীয় কি? প্রেগনেন্ট হওয়ার কি কোন চান্স আছে?