শিরক মূলত দুই প্রকার:
* আকিদার শিরক: আল্লাহর সঙ্গে অন্য কাউকে ভাগীদার করে নেয়া। যেমন: আল্লাহর সাথে কোন দেবতাকে পূজা করা, কোন ব্যক্তিকে আল্লাহর স্থানে রেখে তাঁর কাছে দোয়া করা।
* আমালের শিরক: আল্লাহর নির্দেশিত পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে ইবাদত করা। যেমন: নজর লাগার ভয়ে কোন বস্তুকে টাঙানো, কবর জিয়ারত করে মৃত ব্যক্তির কাছে দোয়া করা।