পিরিয়ড হয়না জন্য ২৯জুন ২০২৪ সরকারি হাস্পাতালে doctor এর কাছে গিয়েছিলাম। তখন doctor কিছু ওষধ আর টেস্ট দেয় । হাসপাতাল থেকে আমায় ferrous fumarate bp 200mg+folic 0.4mg দিয়েছিল বাকি ওষুধ আমি কিনিনি।
পরে টেস্ট জানতে পারি কন্সিভ করেছি। ৬ সপ্তাহের বাবু পেটে কিন্তু heartbeat আসেনাই। রিপোর্ট doctor কে দেখাতে পারিনাই doctor চলে গিয়েছিল।
হাস্পাতাল থেকে যে ওষুধ দিয়েছে সেটা আমি ২দিন খেয়েছি। কিন্তু কথা হচ্ছে যে কন্সিভ করলে বেসরকারি হাসপাতালগুলোতে folic tablet 5mg খেতে দেয় । আমি কন্সিভ এর জন্য এর আগে doctor দেখাইছিলাম আমায় বায়োফল 5 mg দিয়েছিল।
আমার কি ফলিক ট্যাবলেট কিনে খাওয়া উচিত???
এখন সরকারি doctor দেখাবো নাকি বেসরকারি ?