বিভিন্ন কারনে নারীদের পিরিয়ড দেরিতে হতে পারে। তার মাঝে কিছু উল্লেখযোগ্য কারন হলো--
১.শরীরের ওজন বৃদ্ধি পাওয়া।
২.অতিরিক্ত মানসিক যন্ত্রনা।
৩.ওজন কমে যাওয়া বা রক্তশূন্যতায় ভোগা।
৪.প্রয়োজনের অধিক শরীরচর্চা করা।
৫.জরায়ুতে টিউমার।
৬.শারীরিক সমস্যা।
৭.জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন পিল এবং কপার টি ব্যবহার।
৮.সন্তানকে বুকের দুধ খাওয়ানো।
৯.পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।
১০. বিভিন্ন হরমোনের তারতম্যের জন্যে।
১১.শারীরিক পরিশ্রম।
১২.থাইরয়েড এর সমস্যা।