কেঁচো বৈজ্ঞানিক নাম :Metaphir posthuma এনিলিডা বা অঙ্গুরীমাল পর্বের অতি পরিচিত একটি প্রাণী। এরা মাটিতে গর্ত খুঁড়ে বাস করে। এনিলিডা পর্বের অলিগোকীট উপশ্রেণীর (স্বল্পসংখ্যক সিটে গমনাঙ্গ, সুখন্ডিত) মধ্যে যারা দীর্ঘদেহী তাদেরকে কেঁচো বলা যায়। কেঁচোকে "কৃষকের বন্ধু" বলা হয়।কেঁচো শ্বাসকার্য চালায় ত্বকের সাহায্যে ।