ইমারজেনসি কনট্রাসেপটিভ পিল খেলে পরবর্তীতে অনেকের এমন অনাকাঙ্খীত সমস্যা তৈরি হয়৷ তাই চিন্তার কিছু নেই৷ এটা পিলের সাইডইফেক্ট৷
আর পিল খেলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বা থাকে না বললেই চলে৷ তবে নিশ্চিত করে বলা সম্ভব না যে প্রেগনেন্ট হবে না৷ কারণ মাঝে মধ্যে পিল খাওয়ার পরেও গর্ভবতী হতে দেখা গেছে৷ আশা করি বুঝতে পারছেন৷ ধন্যবাদ৷