রেগুলার পিল শুরু করলে ডাক্তার আমাকে বলেছিল প্রথম ৭দিন পিল এর পাশাপাশি অন্য কোনো ব্যাবস্থা নিতে।
এইটা আসলে কিভাবে maintain করবো?
আমার পিরিয়ড এর ২য় দিন থেকে আমি পিল নিচ্ছি, তাহলে ৭দিন তো আমার পিরিয়ড-ই চলবে তখন তো সহবাস করবো না। তখন তো safety নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কি পিরিয়ড শেষ হবার পরের প্রথম ৭দিন আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে?