মৃত্যুর পূর্বে সমুদয় সম্পদ সন্তানদের জন্য না রেখে খরচ করে ফেলা জায়েজ নেই। হাদীস শরীফে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - "তোমরা তোমাদের সন্তানদেরকে ধনী বা সম্পদশালী রেখে যাবে, এটা এ অবস্থা থেকে উত্তম যে, তোমরা তাদেরকে দারিদ্র্য অবস্থায় রেখে যাবে আর তারা (সন্তানরা) মানুষের কাছে (অভাবগ্রস্থ হওয়ার দরুন) হাত পাতবে।
সুতরাং কেউ যদি মৃত্যুর পূর্বে তার সমুদয় সম্পদ দান করে দেওয়ার ওয়াসিয়তও করে যায়, তবে তার এই ওয়াসিয়ত কার্যকর হবে না। বরং এক তৃতীয়াংশ দান করবে আর দুই ভাগ ওয়ারিসদের মাঝে তার হক অনুসারে বন্টন করে দেওয়া হবে।