112 বার দেখা হয়েছে
"ইন্টারনেট" বিভাগে করেছেন

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

ফেসবুকে নিরাপত্তা নিশ্চিত করুনঃ-

সম্ভবত ফেসবুকেই আমরা নিজেদের অধিকাংশ তথ্য দিয়ে থাকি। পরিচিতরা আপনার ব্যক্তিগত তথ্য জানতেই পারেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিতরাও আপনার তথ্য জেনে যেতে পারে। দেখা গেছে, এসব তথ্য ব্যবহার করে সাইবার হামলা কিংবা অন্যের আর্থিক ক্ষতির মতো ভয়ানক কাজেও জড়িয়ে পড়ে কিছু চক্র। ফেসবুকের বিভিন্ন কৌশল ব্যবহার করেই তারা এমনটা করে থাকে। ফেসবুকের নিরাপত্তা বিষয়ে ব্যক্তিগত কিছু ভুলেও এমনটা হয়ে থাকে। সেই বিষয়গুলোই এখানে আপনাদের জানিয়ে দেই।

বন্ধু তালিকাঃ- 

বন্ধু তালিকায় অপরিচিত কাউকে না রাখাই ভালো। এমনকি নতুন কাউকে ফ্রেন্ডলিস্টে এড করলে তার প্রোফাইল দেখে নিন। আবার সময় অসময়ে একবার ফ্রেন্ডলিস্ট চেক করুন। তাতে বুঝতে পারবেন কোন একাউন্টগুলো ইনেক্টিভ কিংবা বন্ধ। সচরাচর ফ্রেন্ড লিস্টে অপরিচিত, ফেক একাউন্ট রাখবেন না।

ফেসবুকে প্রাইভেসি সেটিংস নির্বাচনঃ- 

ফেসবুকে আপনার তথ্যগুলো কারা দেখবে, বা আদৌ দেখতে পারবে কিনা তা নির্ধারণ করুন। সেই সুযোগ আপনাকে এখন দেওয়া হয়েছে। আপনি ভালোমতোই জানেন সামাজিক মাধ্যম তথ্যকে গুরুত্ব দেয়। তাই নিজের ব্যক্তিগত তথ্য নিয়ে অবহেলা নয়।

পাসওয়ার্ড সচেতনতাঃ- 

পাসওয়ার্ড সংরক্ষণে ও নির্ধারণে সতর্ক হন। একেবারে সহজ পাসওয়ার্ড দেওয়া উচিত না। আর সময়ে সময়ে নিজের পাসওয়ার্ড বদল করুন। এক পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার করবেন না।

টুস্টেপ অথেনটিকেশনঃ- 

দুই ধাপ নিশ্চিতকরণের মাধ্যমে একাউন্টের নিরাপত্তা নিশ্চিত হয়। এতে সহজে আপনার একাউন্টে পাসওয়ার্ড জানা সত্ত্বেও প্রবেশ করতে পারবে না।

একই অ্যাকাউন্ট থেকে পেজ ম্যানেজ করাঃ- 

আজকাল ফেসবুকে ব্যবসা পরিচালনার জন্যে অনেকে একই অ্যাকাউন্ট দিয়ে পেজ ম্যানেজ করেন। এতে কিন্তু আপনার নিজের একাউন্ট বিপদে পড়তে পারে। ফেসবুকে আপনাকে পেজে বিভিন্ন পদে যোগ করার সুযোগ আছে। তা ব্যবহার করুন।

গেম বা কুইজ থেকে সতর্কঃ- 

ফেসবুকে আজকাল অনেক গেম দেখা যায়। আবার আজকাল কিছু অ্যাপ আসে যেগুলোর মাধ্যমে অন্যরা নাম গোপন রেখে আপনায় মেসেজ দিতে পারে। এ ধরনের এপ থেকে সাবধান। এতে গেম খেলার সময় আপনার অনেক তথ্য চুরি হতে পারে। একাউন্টও হারাতে পারেন।

নিয়মিত চেকআপঃ- 

facebook.com/privacy/checkup এই লিংকের মাধ্যমে নিজের প্রোফাইলের নিরাপত্তা আপনি দেখতে পারবেন।

ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করুনঃ- 

ফেসবুকে আপনার নিরাপত্তা কিংবা প্রাইভেসি নির্ধারণ অনেক সহজ। কিন্তু ইনস্টাগ্রামে কাজটি এত সহজ নয়। ফেসবুকে প্রতিটি পোস্টে প্রাইভেসি নির্ধারণ করা যায়। ইনস্টাগ্রামে তা নেই। সেক্ষেত্রে আপনার ফলোয়ারের অবস্থা দেখে নেবেন। অপরিচিতদের যোগ না করাই ভালো। এমনকি আপনার অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখুন। এতে যারা আপনার সম্মতিতে যুক্ত আছে তারাই শুধু দেখতে পারবে আপনার দেওয়া ছবি বা ভিডিও।

রিপোর্ট করুন ঝামেলা দেখলেঃ- 

অনলাইনে নিজের একাউন্ট নিরাপদ রাখাটাই একমাত্র উপায় নয়। আপনাকে অনলাইনের পরিবেশকেও নিরাপদ রাখতেই হবে। কাজটির জন্যে কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে কন্টেন্ট পেলেই রিপোর্ট করুন। আপত্তিকর পোস্ট না সরিয়ে আমরা আজকাল কমেন্টে নানা আজেবাজে তর্কে জড়িয়ে পড়ি। তাতে আপনার নানাবিধ সমস্যা যেমন সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। সেজন্যে আপত্তিকর পোস্টে নিজেকে সংযুক্ত না করে রিপোর্ট করুন।

মেসেঞ্জার ব্যবহারে সতর্কতাঃ- 

ফেসবুক ও ইনস্টাগ্রামের মেসেজ দেখতে মেসেঞ্জার এখন বহুল জনপ্রিয়। মেসেঞ্জারে কিছু বাড়তি নিরাপত্তা গ্রহণ করতে হয়। যেমন মেসেঞ্জারে যেহেতু আপনার পার্সোনাল ইনবক্স থাকে তাই একে এপলক দিয়ে সিকিউর রাখুন। এমনকি মেসেঞ্জারে চাওয়া ক্যামেরা, অডিও পার্মিশন না দেওয়াই ভালো। এতে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে।

ইমেইলের নিরাপত্তাঃ- 

যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ই-মেইল ব্যবহার বাধ্যতামূলক। তাই ইমেইল নিরাপদ রাখতে প্রয়োজন বাড়তি সতর্কতা। শুধু আপনার ইমেইল হ্যাক করতে পারলে হারাতে পারে অনেক কিছু। যেকোনো ডিভাইসে আপনার ইমেইল দিয়ে লগিন দেবেন না। নিজের রেগুলার ডিভাইসেই মেইল একাউন্ট রাখুন।

লোকেশন সার্ভিস বন্ধ রাখুনঃ- 

লোকেশন শেয়ার সার্ভিস অপ্রয়োজনে চালু করবেন না। আবার আমরা আজকাল হুটহাট অনেককে গুগল ম্যাপের লোকেশন দিয়ে রাখি। এতে আপনার ফোনের অনেক প্রাইভেট ডাটাও অন্য কেউ চেক করতে পারে। বিশেষ প্রয়োজনে আপনি লোকেশন শেয়ার করতেই পারেন। কিন্তু লোকেশন সার্ভিস চালু রাখবেনই না। একবার ভেবে দেখুন, আপনি কোন এলাকায় আছেন তা সর্বক্ষণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপডেট হয়ে থাকবে। এমনভাবে নিজের প্রাইভেসি বিঘ্নিতত করা মোটেও সুখবর নয়।

অনলাইনে কেনাকাটার সময় সাবধানঃ- 

একসময় ফিশিং লিংক দিয়ে অনেকের আইডি হ্যাক করা হতো। আজকাল সেই পদ্ধতিতে বদল এসেছে। মানুষ এখন অধিকাংশ কেনাকাটা অনলাইনেই করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ বা লিংকের মাধ্যমে অনলাইন শপে কেনাকাটা করে। অনেক সময় কিছু লিংকে প্রবেশ করে পেমেন্ট করে নানা ভোগান্তির শিকার হতে হয়। পেমেন্ট করার সময় আমরা সচরাচর কার্ড ব্যবহার করি। পেমেন্ট করার পর ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার কার্ডের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হোন। বিশেষত ডেবিট কার্ডে কিছু নিরাপত্তার খুত বের করে হ্যাকাররা টাকা চুরি করে। তাই সাবধান থাকুন।

আর্থিক লেনদেনঃ-

ব্যাংকিং ব্যবস্থাও এখন ডিজিটাল হয়ে গেছে। আবার ব্যাংকিং বাদ হয়ে এসেছে এমএফএস। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবসময় সবকিছু চেক করে নেবেন। কোথাও টাকা পাঠানোর ক্ষেত্রেও সবকিছু নিশ্চিত হয়ে দিবেন। আপনার পেমেন্টের প্রতিটি ইনফরমেশন এবং ট্রানজেকশনের মেসেজ সংরক্ষণ করুন। আবার অনেকের আইডি হ্যাক হওয়ার পর হ্যাকাররা পরিচিতদের কাছে টাকা চায়। আপনার সাথে এমন কিছু হলে যে ব্যক্তির আইডি তার সাথে যোগাযোগ করে নিশ্চিত হোন বিষয়টি। লেনদেনের ক্ষেত্রে সবসময় প্রমাণ ও ট্র্যাকিং প্রমাণ রাখবেন।

একাধিক যন্ত্রে লগইন দেবেন নাঃ- 

একাধিক যন্ত্রে লগিন দিয়ে রাখবেন না। আমরা সচরাচর সবকিছু সহজ রাখতে এমনটাই করি। আবার অফিসের ডিভাইসেও এমনটা করে থাকি। এই কাজ করবেন না। অপরিচিত কোনো ব্রাউজারে যদি প্রবেশ করেন তাহলে ব্রাউজারে ইনকগনিটো চালু করে নেবেন। এতে আপনার সব তথ্য আর রেকর্ড হবে না ব্রাউজারে। এতে আপনার ব্রাউজিং নিরাপদ থাকবে। তাই সহজ হবে অনলাইনে আপনার বিচরণ।

এছাড়া আরো কিছু নিরাপত্তা কৌশল আছে। অনেকে ফোনে এন্টিভাইরাস ব্যবহার করেন। এমনটার প্রয়োজন নেই। একথা সত্য আজকাল কিছু স্মার্টফোনের সফটওয়ারে প্রচুর বিজ্ঞাপন দেখায়। তবে সেটা সফটওয়ারের কারণে হয়। ফোন কেনার আগে জেনেবুঝে কিনুন। একথা মনে রাখতে হবে। অনলাইনে তথ্য খুব মূল্যবান। তথ্যের মাধ্যমে অনেক কিছুই করা যায়। তাই সবসময় সতর্ক থাকতে হবে। কাজগুলো কঠিন কিছুই নয়। একটু সবদিক বিবেচনা করতে হবে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

33,895 টি প্রশ্ন

32,834 টি উত্তর

1,567 টি মন্তব্য

3,186 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
17 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 17 জন অতিথি
আজকে ভিজিট : 21404
গতকাল ভিজিট : 28607
সর্বমোট ভিজিট : 41564225
  1. MuntasirMahmud

    763 পয়েন্ট

    150 টি উত্তর

    8 টি গ্রশ্ন

  2. Limon54

    381 পয়েন্ট

    64 টি উত্তর

    61 টি গ্রশ্ন

  3. Rahmat

    280 পয়েন্ট

    35 টি উত্তর

    50 টি গ্রশ্ন

  4. Kuddus

    81 পয়েন্ট

    16 টি উত্তর

    1 টি গ্রশ্ন

  5. Mdmasud999

    56 পয়েন্ট

    1 টি উত্তর

    1 টি গ্রশ্ন

এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
আজ বঙ্গাব্দ৷
...