না, এটা গর্ভের লক্ষন নয়৷ কিট খাওয়ার পর যেহেতু রক্তপাত হয়েছে তাই গর্ভপাত হয়ে গেছে৷ আপনার পেট অতিরিক্ত গ্যাসের কারনে গুর গুর করতে পারে৷
আর সাদা স্রাব বিভিন্ন কারণে হয়ে থাকে৷ শরীর খুব দূর্বল হলে, মানসিক চাপে থাকলে, ইনফেকশন হলে সাদা স্রাব হয়৷ তাই চিন্তার কিছু নেই৷ কিছু দিন অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে৷ যদি কিছু দিন পরও ঠিক না হয় তাহলে ডাক্তারের কাছে যাবেন৷