MM kit কি?
এম এম কিট (MM-Kit)হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ঔষধ।এখানে মাসিক নিয়মিতকরণ বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করাকে বোঝাচ্ছে ।সে ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ও নিরাপদ মাসিক নিয়মিতকরণ করতে মিফেপ্রিস্টোন ও মিসোপ্রোস্টল এই দুটি ঔষধ একত্রে ব্যবহার করা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় mm-kit হচ্ছে প্রথম প্রোডাক্ট যা এই দুটি ওষুধ একত্রে একটি প্যাকেজ লাইসেন্স ও বাজারজাত করেছে
*এম এম কিট কিভাবে কাজ করে?
একজন মহিলা প্রথম একটি মিশ্রণ ট্যাবলেট মুখে গিলে খাবেন। এটি যদি গর্ভধারণের শুরুর দিকে খাওয়া হয় তবে তা সদ্য বড় হতে থাকা একটি বোনকে এন্ড্রোমেট্রিয়াম এ থাকতে দেয় না। এটি মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাত ত্বরান্বিত করে। মিফেপ্রিস্টোন ট্যাবলেটটি গ্রহণের ২৪ থেকে ৪৮ ঘন্টা পর চারটি মিসোপ্রোস্টল ট্যাবলেট গাল ও মাড়ির মাঝে অথবা জিব্বার নিচে রাখতে হবে যা গর্ভাশয়কে সংকুচিত করে এবং এর মধ্যকার উপাদানসমূহ বের করে গর্ভপাত ঘটায়।
এই কাজের জন্য এমএমকিট আদর্শ ঔষধ কেননা এটি কার্যকর নিরাপদ ও সহজপ্রাপ্য।