বিনিয়োগের পরিমান বাড়লে অন্য সকল চলকের ধনাত্বক পরিবর্তন হয়। যেমন বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়ে, উৎপাদন বাড়ে, আয় বাড়ে, ভোগ বাড়ে, সঞ্চয় বাড়ে, মূলধন বৃদ্ধি পায় পুনরায় বিনিয়োগ বাড়ে। এই প্রক্রিয়ায় দারিদ্রের দুষ্ট চক্র ভাঙ্গা সম্ভব যে কাজটা আশির দশকে চীন করেছিলো।