যদি দুই বিষাক্ত সাপেই একই প্রজাতির হয় তাহলে সাপটির কোনও সমস্যা হবে না। কারণ ওই বিষের সঙ্গে লড়ার জন্য ইমিউনিটি এমনিতেই ওই সাপের শরীরে রয়েছে। কিন্তু যদি সাপ দুটি ভিন্ন বা আলাদা প্রজাতির হয়, তাহলে যে সাপটি কামড় খাচ্ছে সেই সাপটির মৃত্যু পর্যন্ত হতে পারে।