তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়াকে স্পিনিং (Spinning) বলা হয়। প্রথমে তুলা বা অন্য তন্তু পরিষ্কার ও শুকানো হয়। এরপর সেগুলো কার্ডিং মেশিনে দিয়ে তন্তুগুলোকে সমানভাবে সাজানো হয়। তারপর ড্রাফটিং ও টুইস্টিং প্রক্রিয়ায় তন্তুগুলোকে পাকিয়ে লম্বা ও শক্ত সুতা তৈরি করা হয়। শেষে সুতা ববিনে পেঁচিয়ে সংরক্ষণ করা হয়। এইভাবে প্রাকৃতিক বা কৃত্রিম তন্তু থেকে ব্যবহারযোগ্য সুতা তৈরি করা হয়।