মোবাইল ফোন গরম হলে কী করণীয়?

পঠিত: 122 বার

স্মার্টফোন গরম হওয়ার একটি কারণ হচ্ছে প্রসেসর গরম হয়ে যাওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস, যা সবসময় কাজ করে- আপনি ফোন ব্যবহার করেন আর নাই করেন। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরি হয়। প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লাগানো থাকে, ফলে তাপ অনুভব হয়। 

একটানা বেশি সময় ধরে গেম খেলা, উচ্চ রেজল্যুশনের ভিডিও দেখা বা বড় আকারের অ্যাপ্লিকেশন ব্যবহার করলে ফোনের প্রসেসর বেশি কাজ করে। এতে ফোনের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। ফলে ফোন গরম হয়। 

পুরনো ব্যাটারি বা ড্যামেজড ব্যাটারি ফোন গরম হওয়ার অন্যতম কারণ হতে পারে। ব্যাটারির সক্ষমতা কমে গেলে বা ব্যাটারির ভোল্টেজে সমস্যা থাকলে, সেটি অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে। 

ফোনের সফটওয়্যার যদি আপডেট না থাকে, তবে সেটি সঠিকভাবে কাজ করতে পারে না এবং এর ফলে ফোনের প্রসেসর ও ব্যাটারি অতিরিক্ত চাপের মুখে পড়ে। ফলে ফোন গরম হয়। 

ফোন গরম হওয়ার আরেকটি কারণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক। আপনার ফোনে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তখন সিগন্যাল যায় আর আসে। আবার ওয়াইফাই ব্যবহারে সিগন্যালের জন্য অনেক বেগ পেতে হয়। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পরে, ফলে স্মার্টফোন অত্যাধিক গরম হয়।

ফোন গরম হলে কিভাবে সমাধান করবেন?

অনেকেই অনেক সময় স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেসযুক্ত করে ব্যবহার করেন। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন। 

সবসময় খেয়াল রাখবেন যে, ফোনে যেন চার্জ থাকে। একসাথে বেশি অ্যাপস চালু করে রাখবেন না। ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। স্মার্টফোন বেশি ব্যবহার করলে বা ফোনে অতিরিক্ত গেমস খেললে গরম হয় এটা একেবারেই ঠিক নয়। 

সবসময় ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি, সবসময় ডেটা চালু করে রাখা উচিত নয়। অনেকেই ফোনের সঙ্গে সারারাত চার্জার লাগিয়ে রাখেন। 

আবার সারা রাত চার্জ দেয়ার ফলে দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে এবং ফোন গরম হয়। অনেক সময় অতিরিক্ত গরমে ফোনে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে।

গেমিং, ভিডিও দেখা বা অন্যান্য হেভি ইউসেজের সময় মাঝে মাঝে বিরতি নিন। একটানা ব্যবহার থেকে বিরত থাকুন, যাতে ফোনের প্রসেসর বিশ্রাম পায় এবং তাপমাত্রা কম থাকে। 

নিয়মিতভাবে ফোনের ব্যাটারির অবস্থা পরীক্ষা করুন। যদি ব্যাটারি দুর্বল বা ড্যামেজড মনে হয়, তাহলে দ্রুত এটি পরিবর্তন করুন। ব্যাটারি সম্পূর্ণ খালি হয়ে যাওয়া বা অতিরিক্ত চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। 

ফোনের সফটওয়্যার আপডেট নিশ্চিত করুন। নতুন আপডেটে অনেক সময় ফোনের প্রসেসিং ক্ষমতা উন্নত করা হয়, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

ফোনকে দীর্ঘক্ষণ চার্জে লাগিয়ে রাখা থেকে বিরত থাকুন। চার্জিংয়ের সময় ফোনের কভার খুলে রাখুন যাতে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে। 

ফোন সরাসরি সূর্যের আলো এবং উষ্ণস্থান থেকে দূরে রাখুন। ফোনের তাপমাত্রা কমানোর জন্য ঠাণ্ডা স্থানে রাখার চেষ্টা করুন। ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো বন্ধ রাখুন যাতে ফোনের প্রসেসর চাপমুক্ত থাকে এবং অতিরিক্ত তাপ উৎপাদন না হয়। 

মোবাইল ফোনের গরম হওয়া একটি সাধারণ সমস্যা হলেও, এটি যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা ডিভাইসের ক্ষতি করতে পারে। এই সমস্যার পেছনের কারণগুলো জানা এবং সঠিকভাবে ব্যবস্থাপনা করা হলে, মোবাইল ফোনের গরম হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। মনে রাখবেন, ফোনের যত্ন নেওয়া এবং সঠিক ব্যবহার ফোনের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে।

লিখেছেন Kuddus || তারিখ: 11 October, 2025 || মন্তব্য করুন


মন্তব্যসমূহ:

আপনাকে অবশ্যই মন্তব্য করতে লগিন করতে হবে...

36,673 টি প্রশ্ন

35,946 টি উত্তর

1,776 টি মন্তব্য

3,868 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...