কিভাবে জানবেন আপনার ফোনটি আসল নাকি নকল?

পঠিত: 203 বার

আপনার মোবাইল ফোনটি অবৈধ না বৈধ তা যাচাই করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি একটি নতুন পদ্ধতি চালু করেছেন ৷ নতুন এ পদ্ধতিতে অবৈধ মোবাইল ফোন শনাক্ত কিংবা নকল আইএমইআই নম্বর চিহ্নিত করা যাবে। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (BMPIA) এর উদ্যোগে এই ডাটাবেজ নির্মিত হয়েছে। 

আপনার মোবাইল ফোনটি অবৈধ কিনা তা যাচাই করার জন্য প্রথমে আপনার ফোন সেটের IMEI বের করতে হবে। এটি আপনি মোবাইল ফোনের সঙ্গে থাকা প্যাকেটে বা সেটের কাভার বা ব্যাটারি খুললে পেতে পারেন। এভাবে যদি পাওয়া না  যায় তাহলে *#০৬# ডায়াল করুন। এই নং ডায়াল করলে কোনো খরচ হবে না। এই নং ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনার ১৫ সংখ্যার IMEI নম্বর দেখতে পাবেন। 

পরবর্তীতে ব্যবহারের জন্য নম্বরটি কাগজে লিখে রাখুন। এর পর আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখুন KYD এবং একটি স্পেস দিয়ে ১৫ সংখ্যার IMEI নম্বরটি লিখুন। এবার ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন। 

পরবর্তী ফিরতি মেসেজে বিটিআরসি জানিয়ে দেবে আপনার মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ। সুতারাং এখনি আপনার ফোন চেক করে নিন সেটি বৈধ নাকি অবৈধ ?

লিখেছেন Kuddus || তারিখ: 09 February, 2025 || মন্তব্য করুন


মন্তব্যসমূহ:

আপনাকে অবশ্যই মন্তব্য করতে লগিন করতে হবে...

36,673 টি প্রশ্ন

35,946 টি উত্তর

1,776 টি মন্তব্য

3,868 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...