চেক ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তুলবেন যেভাবে

পঠিত: 240 বার

আপনি কি সোনালী ব্যাংকের গ্রাহক? আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন? কিন্তু ব্যাংকে আসার সময় চেকে আনতে ভুলে গেছেন৷ অথবা আপনি জেলা শহরে বিশেষ কাজে গেছেন৷ হঠাৎ আপনার টাকার প্রয়োজন কিন্তু সাথে চেক নেই যে ব্যাংক থেকে তুলবেন৷ এরকম পরিস্থিতিতে একটাই সমাধান সোনালী ই- ওয়ালেট৷ আজকাল কমবেশি সবাই অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহার করেন৷ আর এই ফোন সাথে থাকলে অনেক দরকারি কাজ করা যায় নিমিষেই, বিশেষ করে ব্যাংক লেনদেন করা যায় নিজে বাসা থেকেই৷ 

আমরা যারা শিক্ষক আছি তারা সবাই প্রতি মাসে সোনালী ব্যাংকের মাধ্যমে বিল বেতন গ্রহণ করি৷ আমাদের প্রতি মাসের প্রয়োজনের অতিরিক্ত টাকা আমরা একাউন্টেই রাখি৷ আর সে টাকা ম্যানেজমেন্ট আমরা ফোনেই করতে পারি, যেমন ব্যালেন্স চেক করা, অন্য ব্যাংকে ট্রান্সফার, বিকাশে ট্রান্সফার, ডিপিএস প্রদান- এ রকম আরো অনেক সেবা আমরা আমাদের হাতের মুঠোয় করতে পারি ৷ এজন্য দরকার সোনালী ই-ওয়ালেট নামক অ্যাপ্লিকেশন যা প্লেস্টোরে পাওয়া যায়৷

যাই হোক, এবার মূল কথায় আসি৷ আজকে জানবো কিভাবে চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে ক্যাশ উত্তোলন করবেন কোন রকম খরচ ছাড়াই? এজন্য আপনার ফোনে সোনালী ই-ওয়ালেট ইনস্টল করতে হবে৷ অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপের মাধ্যমে আপনাকে একাউন্ট সংক্রান্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে৷ তারপর আপনার ব্যাংকের শাখায় যোগাযোগ করে আপনার নিবন্ধনটি অনুমোদন করে নিতে হবে৷ তাহলেই আপনার কাজ শেষ৷ এর পর থেকে আপনি সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে চেক ছাড়াই টাকা তুলতে পারবেন৷ 

কিভাবে টাকা উত্তোলন করবেনঃ 

১. সোনালী ব্যাংকের যে কোন শাখায় QR code টানিয়ে রাখা আছে। 

২. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার করে ব্যাংক একাউন্ট থেকে ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন। 

৩. এখন QR code স্ক্যান করে ক্যাশ আউট করুন। 

৪. ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার। (কোন কোন শাখায় একটা সাদা স্লিপ দেয় যেটা পূরণ করে জমা দিতে হবে) 

৫. এবার ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ গ্রহন করুন। কত সহজ একটি বিষয় যা আমরা ব্যবহার করতে জানি না৷ 

সোনালী ই- ওয়ালেটে যে সকল সুবিধা গ্রাহক পাবেনঃ 

১. কোন চেক লাগবে না৷ 

২. আপাতত কোন চার্জ নেই৷ 

৩. সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করতে পারবেন৷ 

৪. ২ মিনিটেই ক্যাশ হাতে পাবেন৷ 

৫. সিগনেচার ভেরিফিকেশন এর ঝামেলা নেই৷ 

৬. সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চে টাকা পাঠাতে পারবেন৷ 

৭. বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে ২ মিনিটেই টাকা ট্রান্সফার করতে পারবেন৷ 

৮. ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা সেন্ড করতে পারবেন৷ 

৯. আপনার মোবাইলে টপআপ বা ফ্লেক্সিলোড করতে পারবেন৷ 

১০. অ্যাপ থেকে নতুন চেক বইয়ের আবেদন করতে পারবেন৷ 

১১. ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন৷ 

১২. ব্যাংক লেনদেনের মিনি স্টেটমেন্ট দেখতে পাবেন৷ 

ধন্যবাদ পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য৷

লিখেছেন Kuddus || তারিখ: 09 February, 2025 || মন্তব্য করুন


মন্তব্যসমূহ:

আপনাকে অবশ্যই মন্তব্য করতে লগিন করতে হবে...

36,673 টি প্রশ্ন

35,946 টি উত্তর

1,776 টি মন্তব্য

3,868 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...