প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞদের মতানুযায়ী বাড়ীতে উন্নতি না হওয়ার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো হলো এই -
১. প্রধান দরজার সামনে জুতো ছড়িয়ে-ছিটিয়ে রাখা।
২. সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দেওয়া।
৩. বেশি বেলা পর্যন্ত ঘুমানো।
৪. বিছানায় বসে খাবার খাওয়া।
৫. ধুলো পায়ে খাবার খাওয়া।
৬. সন্ধ্যার সময় শুয়ে থাকা।
৭. ভাঙা জিনিস ব্যবহার করা।