দুধ পান করার পর এই দুয়াটি পড়তে হয় -
দুআঃ-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ، وَزِدْنَا مِنْهُ
অর্থঃ-
হে আল্লাহ! আপনি এ দুধে আমাদের জন্য বরকত দিন এবং এ দুধ আমাদের আরো বৃদ্ধি করে দিন।
উৎসঃ-
বর্ণনাকারীঃ- ইবন আব্বাস (رضي الله عنه) মূল হাদীসঃ- তিরমিযী (كتاب الأطعمة), ইবনুস্সুন্নী। হিসনে হাসীনঃ- باب الشراب، عن ابن عباس