দাওয়াতে বা অন্যের ঘরে খেয়ে এই দুয়াটি পড়তে হয় -
দুআঃ-
اللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي، وَاسْقِ مَنْ سَقَانِي
অর্থঃ-
হে আল্লাহ! যিনি আমাকে খাওয়ালেন, আপনিও তাঁকে খাদ্য দিন; যিনি আমাকে পান করালেন, আপনিও তাঁকে পান করান।
উৎসঃ-
বর্ণনাকারীঃ- আব্দুল্লাহ ইবন আব্বাস ও অন্যান্য সাহাবী। মূল হাদীসঃ- ইবনুস্সুন্নী, আবু দাউদ।হিসনে হাসীন: باب الطعام