খাবার খাওয়ার শুরুতে এই দুয়াটি পড়তে হয় -
দুআঃ-
بِسْمِ اللَّهِ، وَعَلَى بَرَكَةِ اللَّهِ
অর্থঃ-
আল্লাহর নামে ও তাঁর বরকত কামনা করে শুরু করছি।
উৎসঃ-
বর্ণনাকারী: আবু জুহাইফাহ (أبو جُزَيفة) হিসনে হাসীন রেফারেন্স অনুসারে। হিসনে হাসীনঃ- باب الطعام
অন্যান্য হাদীস উৎস: ইবনুস্সুন্নী।