নিজের ঘরে প্রবেশ করার সময় নিচের এই দুয়াটি পড়তে হয়ঃ-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ،
بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
অর্থঃ-
হে আল্লাহ! উত্তম প্রবেশ ও উত্তম প্রস্থান আমি আপনার নিকট চাই।
আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই বের হই, এবং আমাদের প্রতিপালক আল্লাহর ওপরই ভরসা করি।
★ দুয়াটি বর্ণিত হওয়ার উৎসঃ-
বর্ণনাকারীঃ- মালিক আল-শু'রা (مالك الشُّعْرَى)
হিসনে হাসীনঃ- باب دخول المنزل
মূল হাদীসঃ- ইমাম নাসায়ী (عمل اليوم والليلة), ইবনুসসুন্নী ইত্যাদিতে বর্ণিত।