অযুর শেষে এই দুয়া পড়তে হয় -
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ -
(رواه الترمذي)
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ তা'আলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মা'বুদ নেই, তিনি একক এবং তাঁর কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মাদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তা'আলার বান্দা ও রাসূল। হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের শ্রেণীভুক্ত করে নাও। হে আল্লাহ! আমাকে পবিত্রতা রক্ষাকারীদের শ্রেণীভুক্ত করে নাও।
দুয়াটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে।