অযু করার সময় মাঝেমধ্যে নিচের এই দুয়াটি পড়তে হয়। এতে গুনাহ মাফ হবে। রিযিক-রুজিতে বরকত হবে এবং যাবতীয় অশান্তি দূর হবে ইংশা আল্লাহু তা'আলা।
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ وَبَارِكْ لِي فِيْ رِزْقِىْ
অর্থঃ আয় আল্লাহ! আমার গুনাহ মাফ করিয়া দাও। আমার বাড়ী প্রশস্ত করিয়া দাও, আমার রিযিক বৃদ্ধি করিয়া দাও।
দুয়াটি হজরত আবু মুসা আশআরী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু থেকে হিসনে।হাসীন নামক কিতাবে বর্ণিত হয়েছে।