ফজর ও মাগরিবের পর জাহান্নাম থেকে মুক্তি পেতে এই দুয়াটি পড়তে হয় -
اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
দুয়াটি ফজর ও মাগরিবের পর ৭ বার করে পড়তে হয়।
বাংলা অর্থঃ-
“হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন।”
দুয়াটি সম্পর্কে হাদিসে প্রিয়নবী হজরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন -
“যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পর কোনো কথা না বলে এই দুয়াটি সাতবার করে পড়ে, সে যদি ওইদিন মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে।
দুয়াটি হজরত আনাস ইবন মালিক রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু থেকে -
সুনান আন-নাসায়ী (আল-কুবরা) এবং
মুসনাদ আহমাদ, (হাদিস নং 12210) বর্ণিত হয়েছে।
ইমাম আল-আলবানী রাহিমাহুল্লাহ্ হাদিসটিকে হাসান হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন।