এমন তিনটি জিনিস, যা শুধুমাত্র হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকেই দেয়া হয়েছে, আর কাউকে দেয়া হয় নি, সেগুলো হলোঃ-
১. তাঁর শ্বশুর হজরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকে এমন শ্বশুর দেয়া হয়েছে, যা আর কাউকে দেয়া হয় নি। তাঁর শ্বশুর হচ্ছেন এমন একজন মানুষ, যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যিনি সমস্ত নবী ও রাসূলগণের সর্দার, সর্দারে দো-জাহান, আল্লাহর প্রিয় হাবীব হজরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২. তাঁর স্ত্রী হজরত ফাতিমা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহা
হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকে এমন স্ত্রী দেয়া হয়েছে, যা আর কাউকে দেয়া হয় নি। কেননা, তাঁর স্ত্রী হবেন জান্নাতের সমগ্র নারীদের নেত্রী। আর তিনি হচ্ছেন মা হজরত ফাতিমা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহা।
৩. তাঁর দুই সন্তান হজরত হাসান ও হজরত হোসাইন রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুমা
হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকে এমন দুই সন্তান দেয়া হয়েছে, যা আর কাউকে দেয়া হয় নি। কেননা, তাঁর দুই হজরত হাসান ও হজরত হোসাইন রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুমা জান্নাতের সমগ্র যুবকদের সর্দার হবেন।
এই হচ্ছে এমন তিনটি জিনিস, যা শুধুমাত্র হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকেই দেয়া হয়েছে, আর কাউকে দেয়া হয় নি।