♦️ ইসমাত অর্থঃ- হরফকে মাখরাজের স্থানে সঠিকভাবে স্থির/বন্ধ করে পড়া।
♦️ ইসমাত এর হরফগুলোকে যেভাবে পড়তে হয়ঃ-
অর্থাৎ ইসমাত এর হরফগুলো উচ্চারণকালে মাখরাজের মধ্যে হরফটি চুপ হয়ে যাওয়া চাই। যেন পূর্ব হরফের বিপরীতভাবে ঠোঁট বা জিহ্বার পার্শ্ব হতে ফিরে থাকে, এই প্রকারের হরফকে মুসমাতার হরফ বলে।