ইতালিতে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য "সেক্স রূম" তথা "অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ" খোলা হয়েছে। সূত্রানুসারে, গত ৩১ অক্টোবর শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে 'সেক্স রুম' নামে এই কক্ষের যাত্রা শুরু হয়। এদিন এক কারাবন্দি তার নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন।
এর বেশকিছুদিন আগে দেশটির সাংবিধানিক আদালত রায় দিয়েছিলেন যে, কারাবন্দিদেরও তাদের সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। এরপরই কিছু কারাবন্দিকে এ সুযোগ দেওয়া হচ্ছে।