♦️ আরবী "ر" হরফটিকে যখন "মোটা" করে পড়তে হয় -
১. "ر" হরফে 'যবর' কিংবা 'পেশ' থাকলে মোটা স্বরে পড়তে হয়। যথাঃ- رُسُلًا ، رَسُوْلٌ
২. "ر" হরফ সাকিন অবস্থায় তার ডানের হরফে যবর বা পেশ হলে "ر" হরফটি মোটা স্বরে পড়তে হয়। যথাঃ-
يَرْجِعُونَ ، أُرْكِسُوْا
৩. "ر" হরফ সাকিন অবস্থায় তার ডানের হরফে কাসরায়ে আ'রবী (যের) থাকলে "ر" হরফটিকে মোটা স্বরে পড়তে হয়। যথাঃ-
مَنِ ارْتَضَى ، رَبِّ ارْجِعُونَ إِنِ ارْتَبْتُمْ
৪. "ر" সাকিনের ডানের হরফে 'যের' হলে এবং পরে 'হরফে মুস্তালিয়া' হতে যেকোন একটি হরফ আসলে তখনও "ر" হরফটিকে মোটা স্বরে পড়তে হয়।
★ ص ، ض ، ط ، ظ ، خ ، غ ، ق এই সাতটি হরফকে হরফে মুস্তালিয়া বলে। যথাঃ-
قِرْطَاس - لَبِالْمِرْصَادِ
৫. "ر" সাকিনের ডান দিকে "ى" সাকিন ব্যতীত যে কোন সাকিন হরফ আসলে, তার ডান দিকে 'যবর' অথবা 'পেশ' থাকলে "ر" হরফটিকে মোটা স্বরে পড়তে হয়। যথাঃ- فَجْرٌ ، شَهْرٌ ، خُسْرٌ
♦️ আরবী "ر" হরফটিকে যখন "চিকন" করে পড়তে হয় -
১. "ر" হরফটির মধ্যে যের হলে "ر" হরফটি বারিক অর্থাৎ চিকন স্বরে পড়তে হয়। যথাঃ- ٌرِجَالٌ - رِكْز
২. "ر" হরফটি সাকিন অবস্থায় তার ডানের হরফে আছলী যের হলে "ر" হরফটি বারিক তথা চিকন স্বরে পড়তে হয়। যথাঃ- مِرْفَقًا - فِرْعَوْنَ
৩. "ر" হরফে ওয়াকফ করার সময় তার ডানে "ى" সাকিন এবং তার ডানে যবর থাকলে উক্ত "ر" হরফ বারিক (পাতলা) অর্থাৎ চিকন স্বরে পড়তে হয়। যথাঃ- خَيْرَ - صَيْرٌ
৪. "ر" হরফে ওয়াকফ করার সময় তার ডানে "ى" হরফ ব্যতীত অন্য কোন হরফ সাকিন এবং সাকিন হরফের ডানের হরফে যের থাকলে এই "ر" হরফকেও বারিক তথা চিকন স্বরে পড়তে হয়। যথাঃ-
ذِكْرٌ ، شِعْرٌ ، حِجْرٌ