♦️ "ইখফা" শব্দের অর্থ হলো গোপন করা, লুকানো।
♦️ "ইখফা" কাকে বলে -
নূনে সাকিন বা তানবীনের বামে ইখফার কোন হরফ আসলে ঐ নূনে সাকিন বা তানবীনকে ইখফা করে পড়াকে "ইখফা" বলে।
♦️ "ইখফা" করে পড়ার অর্থ হলো - গোপন গুন্নাহ্ করে পড়া। যেটা নাকের ভেতর থেকে উচ্চারণ হবে। যেমন "অংক", "বাংলা", " ইংরেজি" শব্দগুলোর মধ্যে "ং" এর যেই উচ্চারণ, সেই "উচ্চারণ"টাই হচ্ছে " ইখফার গুন্নাহ্। কিন্তু আরবীতে এই গুন্নাহ্ টা উচ্চারণের সময় "ং" এর উচ্চারণটা একটু দীর্ঘায়িত হবে। যেমন - অং---ক - এমন। আরবীতে "اَنْتَ" "আংতা", এখানে " ং" হচ্ছে ইখফার গুন্নাহ্। এখানে "আংতা" শব্দের "ং" এর "উচ্চারণ" টা একটু দীর্ঘ হবে।
বিঃদ্রঃ- অনেকে ইখফার গুন্নাহ্ এর উচ্চারণে "আন্তা" পড়ে, অর্থাৎ "ন" দিয়ে পড়ে, এটা ভুল, ইখফার সঠিক উচ্চারণ হবে "ং" দিয়ে।
♦️ইখফার হরফ পনেরটি, আর সেগুলো হলো -
ت ، ث ، ج ، د ، ذ ، ز ، س ، ش ، ص ، ض ، ط ، ظ ، ف ، ق ، ك
♦️ নূন সাকিন বা তানবীনকে যখন "ইখফা" করে পড়তে হয় -
নূনে সাকিন বা তানবীনের বামে ইখফার কোন হরফ আসলে ঐ নূনে সাকিন বা তানবীনকে ইখফার গুন্নাহ্ করে পড়তে হয়। এটাই "ইখফা"। যেমনঃ-
مِنْ ثَمَرَةٍ - مِنْ جُوعٍ - مَنْ دَسْهَا - انْذَرْتُكُمْ - مَاءً تَجَاجًا - عَيْنَ
جَارِيَةً - وَكَأْسًا دِهَاقًا - مَنْ زَكَهَا - يَتِيمَا ذَا مَقْرَبَةٍ - يَوْمَ يَتَذَكَّرُ
الْإِنْسَانُ - فَمَنْ شَاءَ - مِنْ كُلِّ زَوْجَيْنِ - اَمْرٍ سَلَامُ - فَانْصَبْ - مَنْ طَغَى - يَنْظُرُ - مِنْ ضَرِيع - يَنْفَخُ - سَبْعًا شِدَادًا - صَفًّا صَفًّا - قَوْمًا ضَالِّينَ - يَنقُضُونَ إِنْ كُنتُمْ - نِعْمَةٍ تُجْزَى - كُنتُمْ - لِبَعْضٍ ظَهِيرًا -كَشَجَرَةٍ طَيِّبَةٍ - عُمْ فَهُمْ - عَذَابًا قَرِيبًا - إِذَا كَرَّةً -