♦️ "ইযহার" শব্দের অর্থ হলো স্পষ্ট করা, প্রকাশ করা।
♦️ "ইযহার" কাকে বলে -
নূনে সাকিন বা তানবীনের বামে ইযহারের কোন হরফ আসলে ঐ নূনে সাকিন বা তানবীনকে গুন্নাহ্ ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়াকে "ইযহার" বলে।
♦️ইক্বলাবের হরফ ছয়টি, আর সেগুলো হলো -
"ء" ، "ه" ، "ع" ، "ح" ، "غ" ، "خ"
♦️ নূন সাকিন বা তানবীনকে যখন "ইযহার" করে পড়তে হয় -
নূনে সাকিন বা তানবীনের বামে ইযহারের কোন হরফ আসলে ঐ নূনে সাকিন বা তানবীনকে গুন্নাহ্ ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। এটাই "ইযহার"। যেমনঃ-
مِنْ شَهْرٍ - عَذَابٌ أَلِيمَ - وَانْحَرْ - عَزِيزٌ حَكِيمٌ - فَلَا
تَنْهَرْ - كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ - مِنْ غِلَّ عَذَابٌ غَلِيظٌ -
وَلِاَ نْعَامِكُمْ - عَذَابٌ عَظِيمٌ - مِنْ خَوْفٍ - كَاذِبَةٍ خَاطِئَةٍ