♦️ "ইক্বলাব" শব্দের অর্থ হলো চেঞ্জ করা, পরিবর্তন করা।
♦️ "ইক্বলাব" কাকে বলে -
নূনে সাকিন বা তানবীনের বামে ইকলাবের হরফ "ب" আসলে ঐ নূনে সাকিন বা তানবীনকে গুন্না'র সাথে মীম পড়াকে "ইক্বলাব" বলে।
♦️ইক্বলাবের হরফ একটি, আর সেটি হলো "ب"।
♦️ নূন সাকিন বা তানবীনকে যখন "ইক্বলাব" করে পড়তে হয় -
নূনে সাকিন বা তানবীনের বামে ইকলাবের হরফ " ب" আসিলে ঐ নূনে সাকিন বা তানবীনকে গুন্না'র সাথে মীম পড়তে হয়। এটাই "ইক্বলাব"। যেমনঃ- مِنْ بَعْدِ - أَلِيمٌ بِمَا