DDoS (Distributed Denial of Service) হলো একধরনের আক্রমণ যেখানে বহু সংক্রমিত ডিভাইস একসাথে টার্গেট সার্ভার বা নেটওয়ার্কে প্রচুর ট্রাফিক পাঠায়। এতে ব্যান্ডউইদথ, CPU ও মেমোরি অতিরিক্ত ব্যবহার হয়ে সার্ভার ধীর বা অপ্রতুল হয়, সেবা ডাউন পড়ে, লেটেন্সি বাড়ে এবং ওয়েবসাইট ক্র্যাশ করে।