TCP এর পূর্ণরূপ হচ্ছে "Transmission Control Protocol". সাধারণত বেশিরভাগ নেটওয়ার্ক সিস্টেম এই প্রটোকল ব্যবহার করে থাকে, যেমন ইমেইল সিস্টেম,ফাইল শেয়ারিং। এটি কার্যকরী একটি প্রটোকল যেখানে ডাটা প্যাকেট সম্পূর্ণভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়।