UDP এর পূর্ণরূপ হচ্ছে "User Datagram Protocol". এটি একটি নেটওয়ার্ক প্রটোকল যেটি ব্যবহার করা হয় সেসব ক্ষেত্রে যেখানে তথ্যের দ্রুতগামীতা মুখ্য বিষয়, তথ্য পুরোপুরিভাবে সম্পুর্ন প্যাকেট পৌছালো নাকি সেটা মুখ্য নয়। এজন্য ভিডিও কলে এই প্রটোকল ব্যবহার করা হয় যাতে আমরা রিয়েল টাইম ডাটা পাই, কলের কিছু ডাটা ১০০% না পৌছালেও সমস্যা হয় নাহ।