আমার লাস্ট পিরিয়ড ডেট ২৫ জুলাই। সেপ্টেম্বর ১৪ তারিখ হঠাৎ আমার অনেক ঠান্ডা কাশি জ্বর হওয়ায় ইমার্জেন্সি ভর্তি দেন ডাক্তার। এবং হসপিটাল ভর্তি ছিলাম দুদিন। প্রয়োজনীয় সকল ঔষধ ডাক্তার দিয়েছেন। ঔষধের সাথে একটা ইনজেকশন লিখেছেন, প্রতি এক সপ্তাহে পরপর এই ইনজেকশন টা দিতে হবে সেটার নাম হচ্ছে HPC-DS... সকল ঔষধ আমি বুঝতে পারলেও এই ইনজেকশন টা কিসের জন্য দেওয়া হয়েছে সেটা কিছুতেই বুঝতে পারছি না। প্লিজ একটু বলবেন এই ইনজেকশন টা কিসের জন্য দেওয়া হয়।। আমি আট সপ্তাহের প্রেগন্যান্ট। প্লিজ একটু জানাবেন এটা কিসের ইনজেকশন এবং আমাকে কেন দেওয়া হয়েছে।।