৩০/৮/২৪ তারিখ অপারেশন করেছে
১ সপ্তাহ ভালো ছিলাম তার পর থেকে সমস্যা শুরু ২ দিন গলার মধ্যে অনেক টান লাগছে তীব্র জ্বালাপোড়া করেছে কিছু খাইতে পারি না তার পর এক দিন হঠাৎ গলা দিয়ে রক্ত বের হলো আইসক্রিম খাইলাম ঠিক হয়ে গেলো পরের দিন দুপুরে আবার রক্ত বের হল আবার ঠিক হলো ২ দিন পর সকাল এ একটা হাঁচি দিলাম আবার রক্ত বের হলো এরকম কেন হচ্ছে আমার ওষুধ এর ডোজ শেষ ।