ফেমিকনের পাতা থেকে আপনি একই রঙের পিল যে কোনটি খেতে পারবেন। তবে সাদা পিল না খেয়ে যদি লাল বা খয়েরি পিল খান তাহলে পরের দিন সকালে বা যে কোন সময় সাদা পিল খেতে হবে। এরপর রাতে আবার একটি সাদা পিল খেতে হবে। অর্থাৎ সাদা পিল ছেড়ে লাল পিল খেলে পরের দিন দুটি সাদা পিল খেতে হবে।
কিন্তু আপনি সাদা পিল যে পাশেরই খেয়ে থাকেন কোন সমস্যা হবে না।