এটি এক ধরনের চর্মরোগ, সাধারণ ভাষায় যাকে দাদ, মেডিক্যালের ভাষায় যাকে Tinea corporis, বা Tinea cruris বলে। এটি একটি ফাংগাল ইনফেকশন। এই রোগটি ইদানিং ঘরে ঘরে দেখা যাচ্ছে, যা অনেক সময় চিকিৎসা করলেও ভালো হচ্ছেনা, বা বারবার ফিরে আসছে।
এর মূল কারণ কয়েকটিঃ
১। সময়মতো ও পুরোপুরি চিকিৎসার/ এন্টি ফাংগাল এর কোর্স সম্পূর্ণ না করা।
২। গোসলে এন্টি ফাংগাল সাবান ব্যবহার না করা।
৩। অনেকেই চুলকানি থেকে উপশমের জন্য গরম পানি, ডেটল, স্যাভলন ইত্যাদি ব্যবহার করেন, যা একেবারেই অনুচিত।
৪। পরিধানের কাপড় গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নেয়া জরুরি, যা রোগী অনেক সময় করেন না।
৫। ঘামে ভেজা কাপড় বেশিক্ষণ পরিধান করা।
৬। অন্তর্বাস সব সময় পরিস্কার ও শুকনো না রাখা।
৭। পরিবারে একাধিক ব্যাক্তি আক্রান্ত হলে,সবার একই সাথে চিকিৎসা না করা।
৮। শরীর আক্রান্ত হলে অভিজ্ঞ চিকিৎসক এর কাছে না গিয়ে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে খাওয়া। এতে অনেক সময় রোগী স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করেন, যাতে রোগটি আরও মারাত্মক আকার ধারণ করে। অনেক সময় সল্প মেয়াদে ও কোর্স না মেনে এন্টিফাংগাল খেয়ে তৈরি করেন ড্রাগ রেসিস্ট্যান্স।
৯। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে না থাকা।
১০। চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী, খাওয়ার ঔষধ খেলেও লাগানোর ঔষধ নিয়ম মেনে না লাগানো।