আমার বয়স 21 বছর। আমার নিয়মিত যে মাসিক হয় তা না, গ্যাপ যায় অনেক আগে থেকেই কিন্ত যখন হয় তখন 7 দিন ই থাকে এবং প্রথম 5 দিনের ফ্লো অনেক থাকে।
আমি আমার পিরিয়ড শেষ হবার আট দিন পর পরপর দুদিন সেক্স করি এবং দুই ঘন্টার মধ্যেই আবার নোরিক্স পিল খাই পরপর দুদিন ই। এর 15 দিন পর আমার পিরিয়ড হয় প্রথম দিন ব্লাডের রং একদম হালকা এবং খুব কম। দ্বিতীয় দিন গাঢ় লাল এবং আরেকটূ বেশি আর তৃতীয় দিন থেকে অফ হয়ে যায়।
আমার প্রশ্ন হচ্ছে এইটা কি মাসিকই নাকি স্পটিং নাকি পিলের রিয়াকশন??
এখন কি প্রেগনেন্সির সম্ভাবনা আছে?