আপনি যদি সন্তান নিতে চান তাহলে মাসিকের ১৩ -১৫ তম দিনে সহবাস করবেন। কেননা এ সময়ে ওভুলেশন ঘটে বলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা শতভাগ থাকে। তবে অন্য সময় সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বা নেই বললেই চলে।
তাই মাসিক কবে শেষ হলো সেটা হিসেব না করে কবে শুরু হলো তখন থেকে হিসেব শুরু করবেন।